এপিবিএনের বিষয়ে এইচআরডব্লিউর অভিযোগ তথ্যভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এপিবিএনের বিষয়ে এইচআরডব্লিউ’র অভিযোগ তথ্যভিত্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
এপিবিএনের বিষয়ে এইচআরডব্লিউ’র অভিযোগ তথ্যভিত্তিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'এপিবিএনকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ যা বলছে সেটি আমার কাছে মনে হয়েছে তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি করে দেখে এসে এ সমস্ত রিপোর্ট করা উচিত বলে আমি মনে করি।'

আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন।

গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে জানিয়েছে, 'বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রোহিঙ্গা শরণার্থীদের নির্বিচারে আটক, চাঁদাবাজি এবং তাদের হয়রানি করছে।'

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'রোহিঙ্গা ক্যাম্প একদিন আমাদের জন্য বিশফোঁড়া হয়ে দাঁড়াবে। ক্যাম্পের ভেতর মাদকের ব্যবসা হচ্ছে। সেখানে গোলাগুলি, মারামারি হচ্ছে। ক্যাম্পের ভেতর ডিজিএফআই-এর একজন কর্মকর্তাকে হত্যা করেছে তারা। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পের ভেতর রক্তপাত বন্ধে পুলিশের পাশাপাশি এবিপিএন দেওয়া হয়েছে।'

এ ছাড়া যেসব রাজনৈতিক দল সমাবেশ, মিটিং করতে আগ্রহী তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা দগুলোকে কেবল বলছি, সমাবেশ যাতে শান্তিপূর্ণ হয়। তারা যেন রাস্তাঘাট বন্ধ, ভাঙচুর না করে। রাজনৈতিক সমাবেশের কারণে যেন জনগণের দুর্ভোগ না হয়।' 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'তারা তাদের ইচ্ছেমতো প্রোপাগান্ডা করছে। যা সত্যি তাও বলছে, যা সত্যি নয় তার সঙ্গেও রঙ মিশিয়ে কথা বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকেই বাধা দিচ্ছে না তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচারে।' 

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago