‘আমাদের প্রত্যাশা, রাশিয়া কোনো রকম অসুবিধায় ফেলবে না’

মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, 'আমাদের প্রত্যাশা, রাশিয়া কোনো রকম অসুবিধায় ফেলবে না।'

আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'রাশিয়াকে আমরা জানিয়েছি, স্যাংশন করা জাহাজে কোনো জিনিস আমরা চাই না। প্রত্যাশিত নয়। তাদের হাজার হাজার জাহাজ আছে, সেসব জাহাজ দিয়ে তারা এই মালপত্র পাঠাতে পারে।'

'তবে এটা প্রাইভেট কোম্পানি পাঠায়। সুতরাং এটা তাদের মাথাব্যথা। সরকার হিসেবে স্যাংশন করা কোনো জাহাজ এই মুহূর্তে গ্রহণ করতে আমরা রাজি না,' বলেন তিনি।

মোমেন আরও বলেন, 'আমাদের প্রত্যাশা, রাশিয়া আমাদের কোনো রকম অসুবিধায় ফেলবে না। আমাদের মাল আসবে, দেরি হলেও আসবে।'

মার্কিন নিষেধাজ্ঞা থাকায় রুশ জাহাজ 'উরসা মেজর' থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম খালাসের জন্য ভারতে পাঠিয়েছিল বাংলাদেশ। সরঞ্জাম খালাসের জন্য জাহাজটি ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ২ সপ্তাহ অপেক্ষা করলে নয়াদিল্লি অনুমতি দেয়নি। যে কারণে ১৬ জানুয়ারি জাহাজটি ভারতের জলসীমা ছেড়ে যায়।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago