দেশের ইট ভাটার ৬০ শতাংশই অবৈধ: পরিবেশমন্ত্রী

ইটভাটা
অবৈধ ইটভাটায় অভিযান। ফাইল ছবি

দেশের ইট ভাটার ৬০ শতাংশই অবৈধ এবং এসব ইট ভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রহমান কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এ সময় পরিবেশমন্ত্রী বলেন, 'সারাদেশে গত ২০২২ সালের জুনে মোট ইট ভাটার সংখ্যা ছিল ৭ হাজার ৮৮১টি। এর মধ্যে ৩ হাজার ২৪৮টি বৈধভাবে পরিচালিত হচ্ছে।'

এছাড়া, ৪ হাজার ৬৩৩টি ইট ভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইট ভাটাগুলোর মধ্যে বৈধ ৪১ দশমিক ২ শতাংশ এবং অবৈধ ৫৮ দশমিক ৮ শতাংশ।

মন্ত্রী শাহাব উদ্দিন জানান, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১ হাজার ৭৭২টি অভিযান পরিচালনা করে ৩ হাজার ৩৭টি ইট ভাটা থেকে ৭৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৯০৭টি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৮০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশেরর শহরগুলোতে দৈনিক প্রায় ৩০ হাজার কঠিন বর্জ্য উৎপন্ন হয়। আগামী ২০২৫ সালে দৈনিক বর্জ্য ৪৭ হাজারে উন্নীত হবে।

কঠিন বর্জ্যের প্রায় ১০ শতাংশ বা প্রায় ৩ হাজার টন প্লাস্টিকজাত বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

2h ago