বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক

সারাহ ক্যাথেরিন কুক

বাংলাদেশে ব্রিটেনের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সারাহ ক্যাথেরিন কুক। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) তার এই নিয়োগের কথা জানিয়েছে।

এফসিডিও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী এপ্রিল/মে মাসের মধ্যে সারাহ কুক তার দায়িত্ব বুঝে নেবেন। তিনি বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হবেন।

সারাহ কুক বর্তমানে এফসিডিওতে দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সাল থেকে তিনি সেখানে কাজ করছেন।

সারাহ কুক তানজানিয়ার দারুস সালামে ব্রিটিশ হাইকমিশনার ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের প্রধান (ডিএফআইডি) এবং গ্রোথ অ্যান্ড রেজিলিয়েন্স ডিপার্টমেন্টে নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ, যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রণালয়, গায়ানা, সলোমন দ্বীপপুঞ্জে কাজ করেছেন।

সারাহ কুক প্রাইসওয়াটারহাউসকুপারসে অর্থনৈতিক পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago