লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: টিটু দাস/ স্টার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 'দেশের বি‌ভিন্ন স্থা‌নে লু‌কি‌য়ে থে‌কে জঙ্গি‌দের কো‌নো লাভ হ‌বে না। জঙ্গি‌রা যেখানেই থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। শুধু দক্ষিণাঞ্চল নয়, সিলেটেও কয়েকজনের নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর।'

আজ বৃহস্পতিবার দুপু‌রে বরিশালের মুলাদী মডেল থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, 'সব সুযোগসুবিধা এই থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে। মুলাদী থানার মতো একই ডিজাইনে দেশে ১০১টি থানা তৈরি করা হচ্ছে। এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে।'

মন্ত্রী থানার ফলক উন্মোচন করে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এরপর থানা চত্ব‌রে প্রধান অতি‌থি হি‌সে‌বে সুধী সমাবেশে অংশ নেন।

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে ছি‌লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংর‌ক্ষিত সাংসদ রু‌বিনা মীরা, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প‌রিষদ চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর হো‌সেন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিন পুলিশ কমিশনার সাইফুল ইসলামসহ পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান।

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago