বাংলাদেশি ২ এনজিওকে ২ কোটি ২৪ লাখ টাকা অনুদান দিল জাপান

দুটি বাংলাদেশি এনজিওকে প্রায় ২ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা অনুদান দিয়েছে জাপান সরকার। ছবি: সংগৃহীত

দুটি বাংলাদেশি এনজিওকে প্রায় ২ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা অনুদান দিয়েছে জাপান সরকার।  

এনজিও দুটি হলো ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) ও সুইস বাংলাদেশ ফাউন্ডেশন (এসবিএফ)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এই দুই সংগঠনের সঙ্গে জাপানের দূতাবাসে গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টসের (জিজিএইচএসপি) অনুদান চুক্তিতে সই করেছেন।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল রেডিওলজি সরঞ্জাম প্রকল্প সংগ্রহের অনুদান হিসেবে ডিসিএইচটিকে ৯২ হাজার ৭৯ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা জেলার দরিদ্র শিশুদের বাধ্যতামূলক শিক্ষার জন্য স্কুল নির্মাণের জন্য অনুদান হিসেবে সুইস বাংলাদেশ ফাউন্ডেশনকে ১ লাখ ২৩ হাজার ৫৭৫ ডলার দেওয়া হয়েছিল।

১৯৮৯ সাল থেকে জিএইচজিএসপির আওতায় ২১০ এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে জাপান।

Comments

The Daily Star  | English

New public service ordinance: Govt mulls softening strict provisions

Say high-level meeting sources; Secretariat employees suspend protests for today

10h ago