বিধ্বস্ত ভবনে চলছিল উদ্ধারকাজ, তখনই সংঘর্ষে ঢাকা কলেজ-আইডিয়ালের শিক্ষার্থীরা

২ কলেজের শিক্ষার্থীরা মারামারি করে। ছবি: সংগৃহীত

বিস্ফোরণে যখন সায়েন্স ল্যাব এলাকার একটি ভবন বিধ্বস্ত, চলছে উদ্ধারকাজ, সেই সময়েই ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী দ্য ডেইলি স্টারকে জানান, আজ দুপুর ১টা ৪৫ থেকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল মারা শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে বলেও জানান তিনি।

বিস্ফোরণের ঘটনাস্থলে ডগ স্কয়াড যাওয়ার সময় কুকুরগুলোকে ইটপাটকেল মারতে শুরু করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে কুকুরগুলো ভীত হয়ে পেছনে চলে যায়। ছবি: মুনতাকিম সাদ/স্টার

'সংঘর্ষের সময় পুলিশ বিস্ফোরণের ঘটনাস্থলে ডগ স্কয়াড নিয়ে যেতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কুকুরগুলোকে ইটপাটকেল মারতে শুরু করে। এতে কুকুরগুলো ভীত হয়ে পেছনে চলে আসে।'

'প্রায় ১ ঘণ্টা রাস্তা বন্ধের পর দুপুর ২টা ৪৫ মিনিট থেকে যান চলাচল শুরু হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে', জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ঘটনায় কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা বলতে পারেনি পুলিশ। তা ছাড়া, সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় সড়কের ২ পাশ বেশ কিছু সময় বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago