জাতীয় পতাকার আদলে কার্পেটে দাঁড়িয়ে ফুটবল খেললেন ইউপি চেয়ারম্যান

ইউপি চেয়ারম্যান
ছবি: সৃংগৃহীত

জাতীয় পতাকার আদলে তৈরি লাল-সবুজ কার্পেটের উপর দাঁড়িয়ে ফুটবল খেলার উদ্বোধন করছেন স্থানীয় এক ইউপি চেয়ারম্যান।

ঘটনাটি গত শনিবারের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ খোশাল তালুকদার বাড়ি এলাকার।

এ ঘটনা ব্যাপক সমালোচনা তৈরি করেছে ওই এলাকায়।

স্বাধীনতার মাস উপলক্ষে ওই বাড়িতে আয়োজন করা হয় ছোট পরিসরে ফুটবল প্রতিযোগিতা। শনিবার ছিল ফাইনাল ম্যাচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওয়াব আলী।

অনুষ্ঠানের এক পর্যায়ে চেয়ারম্যান নওয়াব আলী মাঠে সাজানো জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে ফুটবলে লাথি মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান জাতীয় পতাকার অবমাননা করতে দ্বিধাবোধ করছেন না।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান নওয়াব আলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমে বুঝতে পারিনি। পরে যখন খেয়াল করেছি, তখন পতাকার আদলে সাজানো কার্পেটটি উঠিয়ে নিয়েছি।'

তিনি বলেন, 'এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত ও লজ্জিত।'

জাতীয় পতাকার আদলে কেন মাঠ সাজানো হলো, জানতে চাইলে ফুটবল প্রতিযোগিতার আয়োজক সংগঠন পূর্ব বৈরাগ খোশাল তালুকদার বাড়ি একতা সংঘের কর্মকর্তা আবদুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, মাঠ সাজানোর জন্য পতাকার আদলে কার্পেট বিছানো হয়েছিল। মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা করা হয়েছিল। এটাকে জাতীয় পতাকা বলা ঠিক হবে না। এটাকে জাতীয় পতাকার সাথে তুলনা করলে ভুল হবে।

Comments

The Daily Star  | English

Tk 2,956 crore earmarked for Election Commission

Of this amount, Tk 2,727 crore has been allocated as revenue budget, while Tk 229 crore was allocated as development budget

1h ago