রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে তিন শিশু মারা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পারুয়া ইউনিয়নের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার বলেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ৩ শিশু হলো—ওই এলাকার মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবিবা আক্তার (৬) ও মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)। জান্নাত সেখানে বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে।
ওসি সিফাতুল মাজদার বলেন, 'ওই তিন শিশু বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করে এবং পরে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে।'
তিনি আরও বলেন, 'তিনজন একসঙ্গে পুকুরে পড়ে গিয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।'
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইখতিয়ার হোসেন বলেন, 'তিন নিষ্পাপ শিশুতে পুরো এলাকা শোকে স্তব্ধ।'


Comments