এএসপির বাড়ি থেকে গরু চুরি

খাগড়াছড়িতে এএসপি শামীমের গ্রামের বাড়িতে গরু পালতেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে সেখান থেকে ৩টি গরু চুরি হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপারের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ওই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ির গোয়ালঘরের গ্রিল কেটে ৩টি গরু চুরি হয়।

সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে।

বাড়িতে এএসপির বাবা-মা ছাড়াও পরিবারের আরও কয়েকজন সদস্য থাকেন। 

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে এই চুরি হতে পারে।

তবলছড়ি ইউনিয়নের পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আহাম্মেদ কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'এএসপির বাড়ি থেকে ৩টি বড় গরু চুরি হয়েছে যার বাজার মূল্য অন্তত দেড় লাখ টাকা।'

তিনি বলেন, 'এসএসপির বাড়িতে চুরি হওয়ায় আমাদের সবার মধ্যেই চুরির আতঙ্ক কাজ করছে। এএসপি শামীমের বাবা এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি। এলাকার সজ্জন ব্যক্তি হিসেবে তিনি পরিচিত।'

ঘটনায় জড়িতদের শিগগির গ্রেপ্তার করে এলাকায় স্বস্তি ফিরিয়ে আনতে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। 

এএসপির বাবা আব্দুল মান্নান ডেইলি স্টারকে বলেন, 'চুরির ঘটনায় মামলা করিনি। তবে আমি চাই এভাবে আর কোনো পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়।'

যোগাযোগ করা হলে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। এখনই জানলাম। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।' 

জানতে চাইলে এএসপি মো. আনোয়ার হোসেন শামীম চুরির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

14h ago