খাগড়াছড়িতে ১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

কিং কোরবা শঙ্খচূড় বা রাজ গোখরা নামেও পরিচিত। ছবি: স্টার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একটি কিং কোবরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাপুড়িয়াপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। 

এর আগে, সোমবার দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার এক বাড়ির মুরগীর ঘর থেকে সাপটি উদ্ধার করে সাপুড়িয়াপাড়ায় নিয়ে আসেন প্রবীণ সাপুড়িয়া অহিদ মিয়া। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া, বন কর্মকর্তা কাজী তামিল রসুল এবং বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী মো. জুয়েল সাপুড়িয়াপাড়ায় গিয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধার সাপটি প্রায় ১২ ফুট লম্বা। কিং কোরবা শঙ্খচূড় বা রাজ গোখরা নামেও পরিচিত। এরা পৃথিবীর অন্যতম বিষধর সাপ। লম্বায় ১৮ ফুটের বেশি হয়ে থাকে। 

মানিকছড়ি রেঞ্জের বন কর্মকর্তা কাজী তামিল রসুল বলেন, 'সাপটি গতকাল সাপুড়িয়াপাড়ায় নিয়ে আসা হয়। খবর পেয়ে আজ উপজেলা প্রশাসনকে নিয়ে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। সাপটিকে হাজারিখীল অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।'

২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুসারে কিং কোবরা একটি সংরক্ষিত প্রজাতি।
 

Comments

The Daily Star  | English

BNP’S polls activities: Tarique to begin countrywide tour next week

The visits are intended to help him see the country in person after 17 years in exile and reconnect directly with voters and party activists

11h ago