খাগড়াছড়ির জালিয়াপাড়ায় আগুনে পুড়ল ১৯ দোকান

খাগড়াছড়ির গুইমারাতে আগুনে পুড়ে গেছে ১৯টি দোকান। গতকাল রাত দেড়টার দিকে জালিয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আজ রোববার সকালে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইনচার্জ মো. হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল মুদি দোকান, আসবাবপত্রের দোকান এবং যানবাহনের যন্ত্রাংশের দোকান। একটি দোকান কংক্রিটের (পাকা) কাঠামোর, দুটি আধা-পাকা, আর বাকিগুলো অস্থায়ীভাবে তৈরি।
তার মতে, রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, 'পার্শ্ববর্তী উপজেলা মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা ছোট-বড় ১৯টি দোকান পুড়ে যাওয়ার কথা বলেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকানগুলোর মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। স্থানীয়দের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়।
Comments