খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি
স্টার অনলাইন গ্রাফিক্স

খাগড়াছড়িতে ইউনাইটেড ডেমোক্রেটিক পিপলস ফ্রন্টের (ইউপিডিএফ) তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার পানছড়ি উপজেলার শান্তিরঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিজন চাকমা, সাশন ত্রিপুরা ও জয়েন চাকমা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম দ্য ডেইলি স্টারকে তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

ইউপিডিএফের মুখপাত্র অংগ্যা মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত শান্তিরঞ্জন পাড়ায় গিয়ে আমাদের সদস্যদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সিজন, সাশন ও জয়েন নিহত হন।'

জানতে চাইলে ওসি মোহাম্মদ জসিম বলেন, 'আমরা স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।'

ইউপিডিএফের তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক নিরন চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপিডিএফের আরেকটি (গণতান্ত্রিক) গ্রুপ এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে। দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামীকাল সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Not going anywhere till the job is done: Adviser Wahiduddin Mahmud

When asked about the chief adviser's resignation the adviser said, 'But he did not say he was leaving'

1h ago