সারদায় এএসপি-এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

সারদায় ৫৮ এসআই বরখাস্ত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও শিক্ষানবিশ উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজ বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪০তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত এএসপিদের ২৪ নভেম্বর এবং ৪০তম বহিরাগত ক্যাডেট ব্যাচের এসআইদের ২৬ নভেম্বর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পুলিশ সদরদপ্তর 'অনিবার্য কারণ' উল্লেখ করে এ দুই অনুষ্ঠান স্থগিত করে।

অতিরিক্ত উপমহাপরিদর্শক (প্রশিক্ষণ-১) মহিউল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮ ও ৪০তম বিসিএস পুলিশের ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ৬৬ শিক্ষানবিশ এএসপির সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।

যোগাযোগ করা হলে মহিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সমাপনী কুচকাওয়াজের নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে এবং ততদিন পর্যন্ত প্রশিক্ষণার্থী এএসপিদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

এর আগে, গত ২০ অক্টোবর শিক্ষানবিশ এএসপিদের সমাপনী কুচকাওয়াজের কয়েকঘণ্টা স্থগিত করা হয়।

এদিকে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশিক্ষণ-২) শাহালা পারভিনের সই করা আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ৪০তম বহিরাগত ক্যাডেট ব্যাচের অধীনে শিক্ষানবিশ এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

'সমাপনী কুচকাওয়াজের তারিখ ও সময় পরে জানানো হবে। ততদিন পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে,' বলা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ একাডেমি থেকে ৮২৩ এসআইয়ের ৩১৩ জনকে তিন ধাপে অব্যাহতি দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh smash 7 past Turkmenistan

Bangladesh team had reserved their celebration of clinching Asian Cup berth till the last match of the campaign. On Saturday, against Turkmenistan, they celebrated the epic achievement with a resounding 7-0 victory, ending the Asian Cup Qualifiers campaign with an all-win record at the Thuwunna Stadium in Yangon.

2h ago