চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তাশঙ্কার কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম স্থগিত থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইভ্যাক।

আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম স্থগিত থাকবে।

পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে আবার কেন্দ্রটি চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা যাওয়ার খবরে দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই রাতে আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় প্রায় ৩০০ থেকে ৪০০ জন বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে অগ্রসর হয়।

এ সময় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা সেখানে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা হাইকমিশন কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে তারা এলাকা ত্যাগ করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিক্ষোভকারীরা হাইকমিশন কার্যালয়ের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছিল। পরে আমরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দিই। এ ঘটনায় হাইকমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী আহত হননি এবং কার্যালয়েরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।'

ঘটনার পর থেকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago