জৈন্তাপুরে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরে ২ দফা বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল ১১টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে ২ শিশুর মৃত্যু হয়। বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলা বাজার বেঙ্গল স্টোন ক্রাশার এলাকায় আরেক শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো-উপজেলার বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮), একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) এবং বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)।

জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারে সহায়তা করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টায় উপজেলার বিসনাটেক গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আম কুড়াতে গিয়ে নাঈম আহমদ এবং আঞ্জুমা বেগম বজ্রপাতের কবলে পড়ে।

স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশু সম্পর্কে মামাতো বোন ও ফুপাতো ভাই।

এদিকে একই দিন বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজারে বেঙ্গল স্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে বজ্রপাতের কবলে পড়ে ইমন আহমেদ।

স্থানীয় ব্যবসায়ী সাইদুল ও শাহীন তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতের ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী বলেন, খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোকে দেখতে যাই এবং ঘটনার খোঁজ খবর নিই।

পরে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে ৩ পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বজ্রপাতের ঘটনায় ৩ শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Trio win Nobel Prize in Chemistry for development of metal–organic frameworks

2025 Nobel Prize in Chemistry goes to Susumu Kitagawa, Richard Robson and Omar M. Yaghi

40m ago