বিমানকে হজ ফ্লাইটের ভাড়া ‘যৌক্তিক পর্যায়ে’ কমাতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

হজ ফ্লাইট। স্টার ফাইল ছবি

হজ ফ্লাইটের ভাড়া বাড়ানো নিয়ে সমালোচনার মধ্যে বিমানকে ভাড়া 'যৌক্তিক পর্যায়ে' কমাতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে হজযাত্রী, হজ এজেন্সি ও পত্র-পত্রিকাসহ বিভিন্ন মহল থেকে প্রতিনিয়তই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বিরূপ প্রতিক্রিয়া আসছে। বিমান ভাড়া অতিরিক্ত হওয়ায় এ বছর হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা যাচ্ছে না। এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। ওই রিট পিটিশনের ওপর গত ১৪ ও ১৫ মার্চ শুনানি অনুষ্ঠিত হয়েছে। উচ্চ আদালত থেকেও বিমান ভাড়া কমানোর বিষয়ে মত প্রকাশ করা হয়েছে। ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অনুষ্ঠিত সভায় বিমানের ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানকে ভাড়া কমানোর সুপারিশ করা হয়েছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের হজযাত্রীদের সুষ্ঠুভাবে হজ পালনের স্বার্থে বিমানের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন। হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করায় নিবন্ধনের জন্য ৩ দফা সময় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া না পেয়ে আজ চতুর্থ দফায় সময় বৃদ্ধি করেছে সরকার।

আশকোনা হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৫৬২ জন হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

54m ago