দেড় লাখ ডলার লোপাট: ওয়াশিংটনে দূতাবাসের কাছে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের 'ইমার্জেন্সি' ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০২০ সালে প্রায় দেড় লাখ মার্কিন ডলার লোপাটের ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছে ওই অ্যাকাউন্ট সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে।'

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সিটি ব্যাংকে জরুরি তহবিলের জন্য একটি অ্যাকাউন্ট ছিল। ওই তহবিলে ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার বা প্রায় দেড় কোটি টাকা ছিল।

২০২০ সালের ২৬ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ওই অর্থ উত্তোলন করার পর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়।

সেহেলি সাবরিন বলেন, 'আমরা এখনো দূতাবাস থেকে এ বিষয়ে কোনো তথ্য পাইনি। তথ্য পেলে পরবর্তী সিদ্ধান্ত নেব।'

সূত্র জানায়, ২০০৭ সালে বাংলাদেশে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর বাংলাদেশ দূতাবাস জরুরি ওই অ্যাকাউন্টটি খুলেছিল। প্রথম দিকে অ্যাকাউন্টে কিছু অনুদান জমা পড়লেও, ২০২০ সালের শেষে ওই অর্থ তোলার আগে দীর্ঘ সময় অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি।

Comments

The Daily Star  | English

Army, govt not at odds, working together

Vow to safeguard the country's interests, sovereignty

1h ago