বরগুনা

জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ

ভিজিএফ কর্মসূচির চাল জব্দ
বরগুনার বেতাগীতে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে জেলেদের জন্য সরকারের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বরাদ্দ দেওয়া ১০০ বস্তা বা ৫০০ কেজি চাল জব্দ করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের বটতলা এলাকার কবির হাওলাদারের ঘর থেকে এ চাল জব্দ করা হয়।

তবে এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ চাল জব্দ করেন।

জেলেদের জন্য সরকারের ভিজিএফ কর্মসূচির এ চাল বিতরণ না করে কবির হাওলাদারের ঘরে মজুদ করে রাখা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা পুলিশসহ ওই বাড়িতে গিয়ে এর সত্যতা পান।

পরে তিনি সেই চাল জব্দ করেন। পরে তা বেতাগী থানায় রাখার জন্য নিয়ে যাওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ১০০ বস্তা জব্দ করা হয়েছে।'

স্থানীয়রা ডেইলি স্টারকে জানান, এ চাল মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ ওই বাড়িতে জমা রাখেন।

চেয়ারম্যান গাজী জালাল আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'ওই চাল ইউনিয়ন পরিষদের রাখতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ লাগত। জনগণের মধ্যে সহজে বিতরণের জন্য তা এখানে রাখা হয়েছে। সবার সুবিধার কথা বিবেচনা করে চেয়ারম্যান হিসেবে এই চাল সেখানে রাখতে বলেছি।'

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে সরকারি চাল উদ্ধারে মৎস্য কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। ওই চাল জব্দ করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Record toll collection on Padma and Jamuna bridges

Padma Bridge generated a record toll revenue of Tk 54.32 crore, while Jamuna Tk 41.81 crore

4h ago