‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ কামনায় মঙ্গল শোভাযাত্রা

ছবি: প্রবীর দাশ

বাংলা নতুন বছর ১৪৩০ সালের প্রথম দিন আজ। এ উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য হচ্ছে রবীন্দ্রসংগীতের বিখ্যাত একটা লাইন 'বরিষ ধরা-মাঝে শান্তির বারি।'

শোভাযাত্রাটি সকাল ৯টার দিকে চারুকলা চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে সকাল সাড়ে ৯টার দিকে শেষ হয়।

ছবি: প্রবীর দাশ/স্টার

শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডিন অধ্যাপক নিসার হোসেন।

বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

ছবি: প্রবীর দাশ/স্টার

এবারের শোভাযাত্রায় যে ৬টি প্রধান মোটিফ দেখা গেছে সেগুলো হলো- টেপা পুতুল, নীল গাই, বাঘ, ময়ূর, হাতি এবং ভেড়া।

শোভাযাত্রার একেবারে সামনের দিকে কিছু কাগজের তৈরি কবুতর ছিল, যা শান্তির প্রতীক হিসেবে বিবেচিত। এ ছাড়া সেখানে ছিল মা ও শিশুর আদলে তৈরি টেপা পুতুল।

১৯৮৯ সাল থেকে বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাবির চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছেন।

ছবি: প্রবীর দাশ/স্টার

তারই ধারাবাহিকতায় আজ অনুষদের ৬৮তম ব্যাচ ১৪৩০ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

2h ago