গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ

জাফরুল্লাহ
ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এবং তার আত্মার মাগফেরাত কামনা করে গণস্বাস্থ্য কেন্দ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র, দেশের সব উপকেন্দ্র ও ধানমন্ডি নগর হাসপাতালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের দোয়া মহফিলে মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে দোয়া মাহফিলে অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবুল কাশেম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মেয়ে বৃষ্টি চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরী, ভাই কর্নেল (অব.) নাসির উদ্দিন চৌধুরী, নাজিমউল্লাহ চৌধুরী, বোন অধ্যাপক আলেয়া চৌধুরী, খালেদা মোরশেদ মিনু, সেলিনা চৌধুরী মিলি, ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রধান চিকিৎসক অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মেজবাহউদ্দীন, অধ্যাপক ডা. এনামুল হক, অধ্যাপক ডা. আকরাম হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার, নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক বদরুল হক প্রমুখ।

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা, ট্রাস্টি সন্ধ্যা রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী প্রধান ডা. মনজুর কাদের আহমেদ প্রমুখ।

গত ১১ এপ্রিল রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যান। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। পরে শুক্রবার দুপুরে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে দাফন করা হয়।

Comments

The Daily Star  | English

BNP says ‘no’ to constitutional reforms under interim govt

The BNP has said it will not support any constitutional reforms before the national election in February 2026, arguing that such changes must be made by the next parliament.

4h ago