চলন্ত ট্রেনে ছোড়া পাথরে জয়ন্তিকা এক্সপ্রেসের গার্ড আহত

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন ট্রেনের গার্ড আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন ট্রেনের গার্ড আব্দুল লতিফ (৪৬)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোগলাবাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড আবদুল লতিফের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকায়। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আবদুল লতিফ জানান, মঙ্গলবার তিনি আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি মোগলাবাজার স্টেশন অতিক্রম করার সময় তিনি জানালার পাশের আসনে বসে ছিলেন। গরমের কারণে জানালাটি খোলা ছিল। স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি ঢিল এসে তার মাথায় লাগে। এতে তার মাথা ফেটে যায়। পরে সিলেটে পৌঁছানোর পর তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, 'ঘটনার খবর পেয়ে সিলেট জিআরপি থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। কিছু খারাপ প্রকৃতির লোক এই ধরনের অপকর্ম করে থাকেন। এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।'

Comments

The Daily Star  | English

July charter proposals handed over to CA

National Consensus Commission will brief the media at the Foreign Service Academy in the afternoon

45m ago