বুধবার ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ সিম ব্যবহারকারী

ঈদের ছুটিতে ঘরমুখি রাজধানীর মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ২০ এপ্রিল ২০২৩। ছবি: এমরান হোসেন/স্টার

ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। গতকাল বুধবার মোট ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫টি মোবাইল ফোনের সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।

একই সময়ের মধ্যে ঢাকায় এসেছেন ৬ লাখ ৩২ হাজার ৫২২টি সিম ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে আজ এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি মোস্তাফা জব্বার দ্য ডেইলি স্টারকে জানান, মোবাইল অপারেটরদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করেন তিনি।

তিনি আরও জানান, সিমের এই সংখ্যা দিয়ে ঠিক কত মানুষ ঢাকা ছেড়েছেন, তা নিশ্চিত করে বলা যায় না। কারণ একজন মানুষ একাধিক সিম ব্যবহার করতে পারেন। একজন মানুষ সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারেন। তবে গড়ে প্রত্যেক ব্যবহারকারীর দেড়টি সিম ব্যবহার করেন।

দেশে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি। এর মধ্যে প্রকৃত ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি।

এই খাতের সঙ্গে যুক্তরা জানান, বহু শিশু, বয়স্ক ও দরিদ্র মানুষের হাতে মোবাইল ফোন নেই।

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

54m ago