তালিকাভুক্ত সব মাদক চোরাকারবারি নজরদারিতে: আইজিপি

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তৈরি মাদক চোরাকারবারিদের তালিকায় যাদের নাম রয়েছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে। তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বুধবার সকালে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৩টায় কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

সম্প্রতি কক্সবাজারে একটি ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'একসঙ্গে ১০ জন মানুষকে হত্যা, এটি একটি বড় ঘটনা। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করছে। তদন্তে ঘটনার মূল কারণ অবশ্যই বের হবে। ইতোমধ্যে ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।'  

আইজিপি আরও বলেন, 'তুলনামূলকভাবে গত এপ্রিল মাসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অন্যান্য সময়ের চেয়ে অপরাধ অনেক কম সংগঠিত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য সংস্থা নতুন নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।' 

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

2h ago