বছরে ৫-৭ শতাংশ চা উৎপাদন বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে প্রতিদিন ১৭ কোটি মানুষ ১৭ কোটি কাপ চা খায়। দিনে ৩ কাপ, ৫ কাপ চা না হলে, যেন অনেকের চলেই না।

জাতীয় চা দিবস উপলক্ষে আজ রোববার দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের চা শিল্পে অনন্য অবদানের জন্য প্রথমবারের মতো ৮ ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় চা দিবস পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

চা শিল্পে অনন্য অবদানের জন্য ৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় চা দিবস পুরস্কার দেন বাণিজ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

পুরস্কারপ্রাপ্তরা হলেন--একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান-ভাড়াউড়া চা বাগান, সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান-মধুপুর চা বাগান, শ্রেষ্ঠ চা রপ্তানিকারক-আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস, শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী-মো. আনোয়ার সাদাত সম্রাট (পঞ্চগড়), শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান-জেরিন চা বাগান, বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ কোম্পানি-কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা কোম্পানি-গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ, শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (চা শ্রমিক)-চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগানের উপলক্ষী ত্রিপুরা।

মন্ত্রী টিপু মুনশি বলেন, 'চা আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। চা ছাড়া আমরা চিন্তা করতে পারি না। আমাদের প্রতিবছর ৫-৭ শতাংশ চায়ের উৎপাদন বাড়ছে। কিন্তু মানুষের চাহিদার চেয়ে উৎপাদন কম আমরা দেশের বাইরে চা পাঠাতে পারছি না।'

অনুষ্ঠানে শেষে চা মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন সেন্টার ঘুরে দেখেন অতিথিরা। 

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago