বগুড়া

‘তারুণ্যের সমাবেশে’ যুবদল নেতার মৃত্যু

আজিজুল হাকিম। ছবি: সংগৃহীত

বগুড়ায় 'তারুণ্যের সমাবেশে' যোগ দিতে এসে মারা গেছেন আজিজুল হাকিম (৩৩) নামের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার যুবদলের এক নেতা।

আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান জানান, 'তারুণ্যের সমাবেশে' যোগ দিতে বগুড়ায় এসেছিলেন আজিজুল। সমাবেশে হঠাৎ করে শারিরীকভাবে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আজিজুল হক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নে জমশেদ আলীর ছেলে। তিনি কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, 'তারুণ্যের সমাবেশে এসে সিরাজগঞ্জের যুবদল নেতার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।'

উল্লেখ্য, বগুড়ায় বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে 'তারুণ্যের সমাবেশ' ছিল।

Comments

The Daily Star  | English

Three cases filed over Gopalganj violence, 147 arrested

The cases have been filed with Gopalganj Sadar, Kashiani, and Kotalipara police stations

40m ago