নবীনগর ও চন্দ্রায় যানজট, সময়সূচি মেনে চলতে পারছে না বাস

চন্দ্রা এলাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে মহাসড়কের চিত্র। ছবি: সংগৃহীত

ঈদের ছুটির প্রথম দিনে রাজধানীর প্রবেশমুখে এবং উত্তরবঙ্গগামী মহাসড়কে যানজট তৈরি হয়েছে। দীর্ঘ জটে ধীরগতিতে চলছে যানবাহন, বাড়ছে ঘরমুখো মানুষের দুর্ভোগ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর ও চন্দ্রা পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। 

এছাড়া, যত্রতত্র বাস থামানোর কারণে বাইপাইলে যানজট তৈরি হয়েছে। রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারেও প্রায় ১ কিলোমিটার যানজট দেখা গেছে।

কন্ট্রোল রুমের এক কর্মকর্তা সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভার ও এর নিচের সড়কে যানবাহন আটকা পড়েছে। আমরা ইতোমধ্যে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।'

বাইপাইল
বাইপাইল এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানোয় যানজট তৈরি হয়েছে। ছবি: আখলাকুর রহমান আকাশ/স্টার

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ ডেইলি স্টারকে বলেন, 'গরুর হাট ও কোরবানির পশুবাহী গাড়ির চাপের কারণে রাজধানীর প্রবেশমুখে ও বের হওয়ার সময় বাসগুলো যানজটে পড়ছে।'

'উত্তরবঙ্গের মহাসড়কেও গাড়ি ধীরগতিতে চলছে। এ পরিস্থিতির কারণে প্রায় সব বাসের সময়সূচী আধাঘণ্টা থেকে ১ ঘণ্টা পিছিয়ে দিতে হচ্ছে,' বলেন তিনি।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে প্রায় ১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সালেহপুর ব্রিজ থাকে গাবতলী পর্যন্ত পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে থাকতে দেখা গেছে।

ঢাকাগামী সেলফি পরিবহনের যাত্রী করম আলীকে বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, '৪৫ মিনিট ধরে গাড়িতে অপেক্ষা করে ৫ মিনিটের রাস্তা পার হতে পারিনি। বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।'

রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে ১ কিলোমিটার যানজট দেখা গেছে। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

যোগাযোগ করা হলে ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, গাবতলী পশুর হাটে অসংখ্য পশুবাহী ট্রাক ঢোকা ও বের হওয়ার কারণে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে গাড়ি ধীরগতিতে চলছে।'

'এটাকে যানজট বলা যাবে না,' যোগ করেন তিনি।
 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago