বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ কোটি ৫৮ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজা। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছে এবং এই সময়ে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে।

আজ বুধবার সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক খান পাভেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৭ থেকে ১৮ হাজার যানবাহন এই সেতু পার হয়।

এর আগে গত বছরের ঈদুল আজহায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। সে সময় ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন সেতু পার হয়েছিল।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যে ৫৫ হাজার ৪৮৮ যানবাহন পার হয়েছে, তার মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ১৪ হাজার ১২৩।

সেতুর ওপর দিয়ে উত্তরমুখী যানবাহন পারাপার হয়েছে ৩৬ হাজার ৪৯১টি এবং এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন পারাপার হয়েছে ১৮ হাজার ৯৯৭টি। সেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago