১ মিনিটে সর্বোচ্চ বার ড্রাম স্টিক ঘুরিয়ে গিনেস রেকর্ডে কুবি শিক্ষার্থী তুষার

মো. ইরফান আনোয়ার তুষার | ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইরফান আনোয়ার তুষার নিজের দ্যুতি ছড়াচ্ছেন। হাতের আঙুলে সর্বোচ্চ বার ড্রাম স্টিক ঘুরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ২১ মার্চ ১ মিনিটে ১২৫ বার ড্রাম স্টিক ঘুরিয়ে পুরোনো রেকর্ড ভেঙেছেন তুষার। এর আগে হাতের আঙুলে ১ মিনিটে সর্বোচ্চ ১০৪ বার ড্রাম স্টিক ঘোরানোর রেকর্ড ছিল।

ইরফান আনোয়ার তুষার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২ নম্বর উত্তর দূর্গাপুর ইউনিয়নের শংকরপুর গ্রামে। তুষারের বাবার নাম মো. কামাল হোসেন, মা হাছিনা বেগম।

এই কৃতিত্বে তুষারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুবির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক গণমাধ্যমকে জানান, 'মো. ইরফান আনোয়ার তুষারের সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।'

'শিক্ষা ও গবেষণাসহ সব ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রাখছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। তাদের প্রচেষ্টা আমাদের গর্বিত করে বলে মন্তব্য করেন উপাচার্য,' বলেন এমদাদুল হক।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago