বরিশালে শ্রমিক লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বরিশাল
দুপুরে নথুল্লাবাদ বাস টার্মিনালে বরিশাল মহানগর শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে ১ ঘণ্টা ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

বরিশালে মহানগর শ্রমিক লীগের নতুন কমিটি বাতিল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে পৃথক কর্মসূচি চলাকালে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় উত্তপ্ত পরিস্থিতির কারণে দুপুর দেড়টা পর্যন্ত ১ ঘণ্টা ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বরিশাল মহানগর শ্রমিক লীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক লীগের সদ্য সাবেক কমিটির সভাপতি ও বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের অনুসারীরা।

পরে পুলিশের চাপে তারা অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হয় তারা।

আফতাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগের বিতর্কিতদের নিয়ে মহানগর শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। আমরা ওই কমিটির বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়েছি। কর্মসূচি চলাকালে প্রতিপক্ষ লিটন মোল্লার লোকজন আমাদের আক্রমণ করে। এতে আমাদের কয়েকজন আহত হয়।'

জানা যায়, বাস-শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাম হোসেন লিটন মোল্লা মিছিল নিয়ে টার্মিনালে প্রবেশ করলে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় নিজেদের মধ্যে সংঘর্ষ ছাড়াও, পরে পুলিশের লাঠিচার্জে মোট অন্তত ১০ জন আহত হয়।

লিটন মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কাউকে আক্রমণ করিনি। আমরা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মিছিল করলে আমাদের ওপর হামলা চালানো হয়।'

শ্রমিকরা জানায়, উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও ইট-পাটকেল, চেয়ার ছোড়াছুড়ি হয়।
 
জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা ও উপকমিশনার (উত্তর) আশরাফ উল্যাহ তাহের ডেইলি স্টারকে জানান, অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। বর্তমানে বাস টার্মিনাল এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। বাসসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক আছে।
 
উল্লেখ্য, গত ১৮ জুলাই পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও মহানগর ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর শ্রমিক লীগের ২৮ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় শ্রমিক লীগ। 

নথুল্লাবাদ বাস টার্মিনাল বর্তমানে বাস-মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন সমর্থিত গ্রুপের নিয়ন্ত্রণে আছে। তিনি নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত অনুসারী বলে জানা গেছে। 

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

8h ago