সৌদি আরবে এ বছর ১১৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ নিবন্ধনের সময়সীমা
ছবি: এএফপি

সৌদি আরবে হজ করতে গিয়ে চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত মোট ১১৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

আজ রোববার বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৮৯ জন পুরুষ।

পোর্টালের তথ্য অনুসারে, মারা যাওয়া বেশিরভাগ হজযাত্রীর বয়স ৫০ থেকে ৭১ বছরের মধ্যে।

তাদের মধ্যে মক্কায় ৯৪ জন, মিনায় ৯ জন, মদীনায় ৭ জন, আরাফাতে ২ জন এবং জেদ্দা ও মুজদালিফায় একজন করে হাজী মারা গেছেন।

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, হিট স্ট্রোকের কারণে গত ২৯ জুন ৭ বাংলাদেশি হজযাত্রী মারা যান।

হজ পালনে সৌদি আরব সফররত এইচএএবি সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমও এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সৌদি আরবে দাফন করা হয়।

এ বছর পবিত্র হজ পালিত হয়েছে ২৮ জুলাই।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সৌদি আরবে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালন করেছেন।

বিমান, সৌদিয়া ও ফ্লাইনাসের মোট ৩২৫টি ফ্লাইট হজযাত্রীদের সৌদি আরবে নিয়ে যায়।

মোট হজযাত্রীদের মধ্যে, জাতীয় পতাকাবাহী ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী, সৌদিয়া ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৪ জন এবং ফ্লাইনাস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

গত ৩ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে ফেরে।

Comments

The Daily Star  | English

Trump deploys military in LA to quell anti-immigration protests

About a dozen National Guard members were seen in video footage on Sunday morning lining up at a federal building in downtown Los Angeles, where detainees from immigration raids on Friday were taken, sparking protests that continued on Saturday.

31m ago