ছেলের প্রযোজিত সিনেমা দেখলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রিয়তমা সিনেমার বিশেষ শো উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে কেক কাটা হয়। ছবি: স্টার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে 'প্রিয়তমা' সিনেমাটি দেখেছেন।

আজ শুক্রবার রাত ৮টায় এ উপলক্ষে একটি বিশেষ শো আয়োজন করা হয়েছিল।

শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।

বিশেষ শো চলাকালীন উপস্থিত ছিলেন শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, প্রিন্স মাহমুদ, কোনাল, প্রিয়াংকা গোপ, তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

সিনেমা দেখে রাষ্ট্রপতি বলেন, 'প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।'

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত 'প্রিয়তমা' সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Comments

The Daily Star  | English

Israel will take all of Gaza: PM

Strikes kill 52 more; WHO chief says 2 million 'starving'

8h ago