সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

রোববার দুপুর আড়াইটার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়। ছবি: স্টার

অস্থায়ী রেল শ্রমিকদের সাড়ে ৫ ঘণ্টা অবরোধের পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

আজ রোববার দুপুর সোয়া ২টার দিকে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে সকাল সোয়া ১০টার দিকে রেল শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। 

এ কারণে ঢাকাসহ সারাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

পরে দুপুরে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের লেভেল ক্রসিং থেকে সরিয়ে দেয় বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে।

মোহাম্মদ মাসুদ সরোয়ার বলেন, 'ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটের রংপুর এক্সপ্রেস প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর দুপুর আড়াইটায় কমলাপুর ছেড়ে গেছে।'

'কর্মচারীদের আন্দোলনে কিছু ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে। এখানে আমাদের কিছুই করার ছিল না,' যোগ করেন তিনি।

সকাল ১০টা ১০মিনিটের একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী কমিউটার, চট্টলা এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেসও ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ঢাকা রেল পুলিশের এসপি আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আন্দোলনরত রেল শ্রমিকদের মধ্য থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

ICT sends 15 army officers to jail

Govt and jail authorities would determine the facility where the officers will be kept, Tajul Islam says

1h ago