পদ্মা সেতুতে রেলের সুফল সারা দেশের মানুষ পাবে: রেলমন্ত্রী

পদ্মা সেতু রেল
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

শুধু দক্ষিণাঞ্চল নয়, পদ্মা সেতুতে রেল যুক্ত হওয়ায় এর সুফল সারা দেশের মানুষ পাবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে যে অঙ্গীকারগুলো করেছেন সেগুলো কিন্তু একে একে বাস্তবায়িত হতে যাচ্ছে। ইতোমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে।'

'এর আগে বহুমুখী পদ্মা সেতু, এই সেতুতে রেল ‍যুক্ত হয়ে পূর্ণাঙ্গতা পাচ্ছে। আমি বিশ্বাস করি, শুধু দক্ষিণাঞ্চলের মানুষ নয়, আমরা যেভাবে নেটওয়ার্ক সম্প্রসারিত করছি; এটি যুক্ত হলো, এর সুফল দেশের মানুষ পাবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

9h ago