নদী রক্ষা কমিশনের খসড়া তালিকা

রংপুর বিভাগে বাদ পড়া ১০৫ নদী তালিকাভুক্তির অনুরোধ রিভারাইন পিপলের

রংপুর বিভাগে বাদ পড়া ১০৫ নদী তালিকাভুক্তির অনুরোধ রিভারাইন পিপলের
ছবি: সংগৃহীত

জাতীয় নদী রক্ষা কমিশনের খসড়া তালিকায় রংপুর বিভাগে বাদ পড়া ১০৫টি নদী তালিকাভুক্তির অনুরোধ জানিয়েছে 'রিভারাইন পিপল'।

আজ বৃহস্পতিবার দুপুরে রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন এবং পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সই করা ১০৫টি নদীর তালিকা কমিশনের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। 

এই ১০৫টি নদীর নাম জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় নেই।

গত ২৬ আগস্ট জাতীয় নদী রক্ষা কমিশন তাদের ওয়েবসাইটে বাংলাদেশের নদীর খসড়া তালিকা প্রকাশ করে। এই তালিকায় সারা দেশে বাদ পড়েছে শত শত নদী। 

নদীবিষয়ক সংগঠন 'রিভারাইন পিপল' রংপুর বিভাগে দীর্ঘদিন সরেজমিন অনুসন্ধান করে যেসব নদী চিহ্নিত করেছে তার মধ্য থেকে শতাধিক নদীও বাদ পড়ে ওই তালিকায়।  

জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় উল্লেখ করা হয়েছে, রংপুর বিভাগে নদ-নদীর সংখ্যা ১২১টি। 

ড. তুহিন ওয়াদুদ জানান, রিভারাইন পিপল লিখিত অনুরোধপত্রে জানিয়েছে, রংপুর বিভাগের বাদ পড়া ১০৫টি নদীর মধ্যে ৬৩টির সচিত্র বর্ণনা, ১৬টির সংক্ষিপ্ত পরিচিত এবং ২৬টি নদীর শুধু নাম দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীর কাছে লিখিত দেওয়ার পর সরেজমিন অনুসন্ধানের মাধ্যমে তথ্য সংগ্রহ সাপেক্ষে তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।'

কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী আশ্বস্ত করেছেন, জেলা প্রশাসনের মাধ্যমে যাচাই করে প্রকৃত নদীর সংখ্যা দিয়েই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, জানান তুহিন ওয়াদুদ।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

15m ago