ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঢাকায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে স্বাগত জানান। ছবি: পিআইডি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। আজ রোববার রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। গত ৩৩ বছরে কোনো ফরাসি প্রেসিডেন্টের এই প্রথম ঢাকা সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব ওনার দেওয়া হয়।

আজ রাতে রাজধানীর একটি হোটেলে মাখোঁর সম্মানে প্রধানমন্ত্রী নৈশভোজের আয়োজন করেছেন।

আগামীকাল সকালে মাখোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এরপর ২ নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

ফরাসি প্রেসিডেন্টের আগামীকাল দুপুর ২টায় ঢাকা ত্যাগের কথা রয়েছে।

 

Comments

The Daily Star  | English

'It feels like a night that has lasted a thousand years'

Loved ones of victims wait anxiously outside burn institute after Milestone tragedy

9m ago