সাংবাদিক নাদিম হত্যার আসামি লিপন এখন বকশীগঞ্জ তাঁতী লীগ সভাপতি

সহিদুল ইসলাম লিপন। ছবি: সংগৃহীত

জামালপুরের নিহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার আসামি সহিদুল ইসলাম লিপনকে সভাপতি করে বকশীগঞ্জ উপজেলার তাঁতী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

জামালপুর জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাকির হোসেন রুকু এবং সদস্যসচিব আরমান হোসেন সাগরের স্বাক্ষরে ৭১ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ৩ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

লিপন বকশীগঞ্জ উপজেলার মালিরচর তকিরপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।

তাকে উপজেলা তাঁতী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া প্রসঙ্গে জেলা তাঁতী লীগ সভাপতি জাকির হোসেন রুকু বলেন, 'আমরা লিপনকে সাময়িক বহিষ্কার করেছিলাম। নেতাদের নামে মামলা থাকতেই পারে। এখন তিনি জামিনে আছেন। তাই তাকে বকশীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।'

 

Comments

The Daily Star  | English
Nobel Peace Prize 2025 winner Venezuela's leader Machado

Venezuela's Maria Corina Machado wins 2025 Nobel Peace Prize

Wins for her 'tireless work promoting democratic rights for the people of Venezuela'

1h ago