নন-আইটি ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স থেকে দিতে হবে ১০ শতাংশ কর

‘ফেসবুক পোস্টের’ জেরে মাদ্রাসা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

নন-আইটি খাতে কাজ করা ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে আয় করা অর্থের ওপর ১০ শতাংশ কর দিতে হবে। তবে, যারা আইটি খাতে ফ্রিল্যান্সিং করেন, তারা এই করের আওতায় পড়বে না।

কর আদায় বিষয়ে নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর অঞ্চল-১১ এর কমিশনারের কার্যালয় থেকে কেন্দ্রীয় ব্যাংককে একটি চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

কর কমিশনারের চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থ কোনো ব্যক্তির হিসাবে পরিশোধ বা জমা দেওয়ার সময় ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন, যারা আইটি খাতে ফ্রিল্যান্সিং করেন, তারা এই করের আওতায় পড়বে না।

এনবিআরের দেওয়া তথ্য অনুযায়ী, আইটি ফ্রিল্যান্সারদের যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন); ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট; ওয়েবসাইট ডেভেলপমেন্ট; ওয়েবসাইট সার্ভিস; ওয়েব লিস্টিং; আইটি প্রসেস আউটসোর্সিং; ওয়েবসাইট হোস্টিং; ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন; ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং; ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স; গ্রাফিক্স ইনফরমেশন সার্ভিস (জিআইএস); আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস; সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস; কল সেন্টার সার্ভিস; ওভারসিজ মেডিকেল ট্রান্সক্রিপশন; সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস; ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইডিং, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং; ক্লাউড সার্ভিস; সিস্টেম ইন্টিগ্রেশন; ই-লার্নিং প্লাটফর্ম; ই-বুক পাবলিকেশন; মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস ও সাইভার সিকিউরিটি সার্ভিস নিয়ে কাজ করেন, তাদের আয় করমুক্ত থাকবে।

কোন ক্ষেত্রে বিদেশ থেকে আসা অর্থে এই কর প্রযোজ্য হবে, তা জানিয়েছে এনবিআর। এর মধ্যে আছে—বাংলাদেশে প্রদত্ত কোনো সেবার জন্য, কোনো নিবাসী ব্যক্তি কর্তৃক কোনো বিদেশি ব্যক্তিকে পরিষেবা প্রদান বা কোনো কাজের জন্য এবং বিজ্ঞাপন বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো অনলাইন প্লাটফর্ম ব্যবহারের অনুমতি প্রদানের জন্য।

এনবিআরের এক কর্মকর্তা জানান, দেশে বসে বিদেশে কনসালটেন্সি, বিদেশে কোনো লেখা প্রকাশ বা বিদেশে দেওয়া বক্তৃতা থেকে পাওয়া অর্থের ওপর এই ১০ শতাংশ কর প্রযোজ্য হবে।

(সংশোধনী: আগে প্রতিবেদনটিতে বলা হয়েছিল যে, ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স থেকে ১০ শতাংশ কর দিতে হবে। তবে প্রকৃত তথ্য হলো—যারা আইটি খাতে ফ্রিল্যান্সিং করেন, তাদের আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে। নন-আইটি খাতের ফ্রিল্যান্সাররা এই করের আওতায় পড়বে। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।)

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

29m ago