চট্টগ্রাম চিড়িয়াখানায় সিংহী নোভার মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম চিড়িয়াখানায় এক সিংহী মারা গেছে। আজ শনিবার বন্দরনগরীর ফয়েজ লেক এলাকায় চিড়িয়াখানায় সিংহীটি মারা যায়।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, নোভা নামের ১৮ বছর ৪ মাস বয়সী সিংহীটি গত এক বছর ধরেই অসুস্থ ছিল। নোভার এক পা গত ছয় মাস ধরে প্যারালাইজড ছিল।

চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, বার্ধক্যজনিত কারণে নোভা খাবার খাওয়াও কমিয়ে দিয়েছিল।

আফ্রিকান সিংহ, ভালুক, জেব্রা, মায়া হরিণ, চিত্রা হরিণ, কুমির, রেসাস বানর, মেছো বাঘ, বন বিড়াল, চিতা, হিমালয়ের গন্ধগোকুল, বাগডাশ, গয়াল, খরগোশ, সজারু, শেয়ালসহ বিভিন্ন প্রাণী আছে চিড়িয়াখানাটিতে।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

4h ago