মিরপুর

আ. লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুর-১১ এলাকাকে ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ছবি: স্টার

কারখানায় ঢুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার পর রাস্তায় নেমে কারখানা ভাঙচুর করেছে ঢাকার মিরপুর-১১ নম্বরের এপিলিয়ন গার্মেন্টসের শ্রমিকরা।

আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে শ্রমিকরা দাবি করেন, তারা বেতন বাড়িয়ে নূন্যতম ১৭ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য বের হতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কারখানায় ঢুকে তাদের ওপর হামলা চালায় এবং তাদের পুণরায় কারখানায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা দাবি করেন, ওই বহিরাগতরা স্থানীয় কাউন্সিলরের লোক এবং কারখানা কর্তৃপক্ষ তাদের ডেকে এনেছে।

এ সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের রড হাতে সড়কে টহল দিতেও দেখা গেছে।

টহলরত আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্য ডেইলি স্টারের কাছে দাবি করেন, বিএনপি-জামায়াতের লোকজন শ্রমিকদের উস্কানি দিচ্ছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করছে বলে তাদেরকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

শ্রমিকরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেরই ক্ষমতাসীন দলের লোকজন তাদের মারধর করেছে।

এ ঘটনায় আহত অন্তত ৬০ জন শ্রমিক মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর মিরপুর-১১ এলাকাকে ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং যানবাহন ও লোকজনকে দূরে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments

The Daily Star  | English

Graffiti book, not altered map, gifted to Pakistani general: CA's office

Indian media report on altered Bangladesh map including Indian territory completely false, it says

4h ago