বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে গোয়ালগছ সীমান্তের ৪৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ ঘণ্টা পর আজ বুধবার বিকেল ৩টার দিকে বিএসএফ সদস্যরা মরদেহটি সেখান থেকে নিয়ে যায়।

নিহত আইনুল হক (৩২) বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে ছিলেন।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার গভীর রাতে গোয়ালগছ সীমান্তের ওপারে মহানন্দা নদীর পাড়ে ভারতের ফকিরগছ ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে আইনুল হক মারা গেছেন বলে শুনেছি।'

নিহত আইনুলের মামাত ভাই শাহজাহান আলী ডেইলি স্টারকে বলেন, 'রাত সোয়া দুইটার দিকে আমরা গুলির শব্দ শুনেছি। পরে সকাল ৯টার দিকে ভারতীয় লোকজনের মাধ্যমে মহানন্দা নদীর পাড়ে আইনুলের লাশ পড়ে থাকার খবর পাই। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিজিবিকে জানাই।'
  
জানতে চাইলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান ডেইলি স্টারকে বলেন, 'ভারতীয় ভূখণ্ডে এক বাংলাদেশি যুবক হত্যাকাণ্ডের খবর পেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়। বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করার কথা স্বীকার করেছেন।'

তিনি বলেন, 'বিএসএফ জানিয়েছে কয়েকজন চোরাকারবারি কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তারা গুলি চালায়।'

পুলিশ ও হাসপাতালের কার্যক্রম শেষে বিএসএফ আইনুলের মরদেহ হস্তান্তর করবে বলে জানান তিনি। 

Comments

The Daily Star  | English
Khaleda Zia health update

Govt declares Khaleda Zia a 'VVIP'

The VVIP status is granted to the head of the state (president) and the head of the government (prime minister or chief adviser)

1h ago