বিমানের পাওনা থাকা অনেক ট্রাভেল এজেন্সির অস্তিত্ব নেই: সংসদে প্রতিমন্ত্রী

এয়ারবাস উড়োজাহাজ কিনতে বিমানের ইউ-টার্ন

বিভিন্ন ট্রাভেল এজেন্সির কাছে বিমানের পাওনা (খেলাপি) ১২ কোটি ৩০ লাখ টাকা।  এছাড়া কার্গো এজেন্টের কাছে বিমানের পাওনা ১ কোটি ৬৮ লাখ টাকা।

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান।

আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের কাছে পাওনা রয়েছে এমন অনেক ট্রাভেল এজেন্সির অস্তিত্ব পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, পাওনা টাকা পুনরুদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু কিছু এজেন্ট দেউলিয়া হয়ো যাওয়ায় এবং লিকুইডেশন প্রক্রিয়ায় থাকার কারণে উদ্যোগ ব্যর্থ হয়। অনেক এজেন্টের দেয়া ঠিকানায় যোগাযোগ করে তার কোনো অফিস বা অস্তিত্ব পাওয়া যায়নি। কিছু এজেন্টদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। 

আওয়ামী লীগের সংসদ সদস্য মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দীন বলেন, দেশে বর্তমানে বনভূমির পরিমাণ ২৫ লাখ ৭৫ হাজার হেক্টর।

হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানান, দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৯৫৪। এর মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৬৯১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ভূমিহীন পরিবারকে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি সংসদকে জানান।

Comments

The Daily Star  | English
Women in July uprising

The unfinished revolution for women's political rights

Post-uprising women were expected to play central role in policymaking, which did not happen.

8h ago