সহকর্মীকে চড় মেরে চাকরি হারালেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না

supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

সহকর্মীকে প্রকাশ্যে চড় মারায় সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। গত মাসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) অফিস প্রাঙ্গণে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মজিবুর রহমানকে চড় মেরেছিলেন তিনি।

তামান্না ফেরদৌস ২০১৯ সালের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ আজ এক বিজ্ঞপ্তিতে তামান্না ফেরদৌসকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের নিয়োগ বাতিল করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী এই সিদ্ধান্তের কথা জানানো হলেও অব্যাহতি দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আইন মন্ত্রণালয়, এসসিবিএ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সূত্রগুলো জানায়, গত ৩ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বৈঠক ছিল। বৈঠক শেষে ব্যক্তিগত শত্রুতার জেরে এসসিবিএ সম্পাদকের অফিস কক্ষের সামনে মজিবুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তামান্না ফেরদৌস। এক পর্যায়ে তামান্না মজিবুরকে চড় মারলে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার বিবরণ তুলে ধরে মজিবুর পরে আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল ও এসসিবিএ সম্পাদকের কাছে লিখিত আবেদনে তামান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, অসদাচরণ বিবেচনায় সরকার তামান্নাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যোগাযোগ করা হলে, বিদেশে থেকে আইনমন্ত্রী আনিসুল হক টেলিফোনে ডেইলি স্টারকে বলেন, তামান্না একটি অপরাধ করেছেন বলে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

'আমি এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলব না,' বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, তামান্নাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে তা তিনি জানেন না।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তামান্না।

Comments

The Daily Star  | English

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

1h ago