গাজীপুরে কোণাবাড়ীতে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিকের হাসপাতালে মৃত্যু

মজুরি বৃদ্ধির দাবি: আশুলিয়ায় কাজে যোগ দেয়নি অন্তত ৩০ কারখানা শ্রমিক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোণাবাড়ীতে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার জালাল উদ্দিন (৪২) মারা গেছেন।

আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া দ্য ডেইলি স্টারকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় জালাল উদ্দিন মারা গেছেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

মাসুদ মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

জালাল উদ্দিনের শ্যালক রেজাউল করিম জানান, কোণাবাড়ীর জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন তার দুলাভাই। ওই এলাকায় স্ত্রী নার্গিস পারভীন ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন জালাল। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায়।

রেজাউল জানান, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত ৮ নভেম্বর সকাল ৮টার দিকে জরুন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশ গুলি চালায়। এতে জালাল আহত হন, তার পেটে গুলি লাগে। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

একই দিন নারী পোশাক শ্রমিক আঞ্জুয়ারা খাতুন (২৮) পুলিশের গুলিতে নিহত হন।

Comments

The Daily Star  | English

Govt angling for free trade with EU

Bangladesh is seeking to sign free trade agreements with the European Union and other major trading partners to retain preferential access after graduating from the least-developed country category in November next year.

5h ago