আয়কর রিটার্ন জমার সময় ২ মাস বেড়েছে

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা
স্টার ডিজিটাল গ্রাফিক

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়ানো হয়েছে।

রিটার্ন দেওয়ার নির্ধারিত সময় আগামীকাল ৩০ নভেম্বর শেষ হলেও ব্যক্তি পর্যায়ে এই সময়সীমা দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে

প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সময়সীমা ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

Comments

The Daily Star  | English

Arrest of Nusraat Faria 'mockery' of judicial process: NCP

Demands visible progress into the trial of the July killings by next July

1h ago