ঘন কুয়াশায় ৮ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চালু

ঘন কুয়াশায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু হয়। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে আরিচা-কাজিরহাটে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এ দুই নৌপথে ফেরি চলাচল চালু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ।

তিনি বলেন, 'বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌপথে এবং রাত সোয়া ১২টা থেকে মঙ্গলবার সকাল সোয়া ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেলে পাবনার কাজিরহাট থেকে মানিকগঞ্জের আরিচা ফেরিঘাটে আসার পথে ফেরি রুহুল আমিন এবং সুফিয়া কামাল যমুনায় মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।'

তিনি আরও বলেন, 'ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।'

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

4h ago