মার্কিন শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ওয়াশিংটন ডিসিতে দেশটির ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে বৈঠক করেছেন।
জুলি সু ও মোহাম্মদ ইমরান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ওয়াশিংটন ডিসিতে দেশটির ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সুর সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব লেবার আয়োজিত এক অনুষ্ঠান চলাচকালীন এই একান্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রাষ্ট্রদূত ইমরান ও ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশের শ্রম মান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

একই অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইমরান ডিপার্টমেন্ট অব লেবার-এর ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি'র সঙ্গেও সাক্ষাৎ করেন।

দুই বৈঠকেই উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজা।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago