বিক্ষোভ থেকে সরলেন শ্রমিকেরা, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষের আশ্বাসের পর সড়ক ছেড়ে যান তারা। ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা পোশাকশ্রমিকেরা মহাসড়ক ছেড়ে যাওয়ার পর চালু হয়েছে যান চলাচল।

দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আজ মঙ্গলবার আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু দ্য ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক ও শ্রমিক পক্ষ কথা বলেছে। পোশাক কারখানা কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে মহাসড়ক থেকে সরে গেছেন কারখানা শ্রমিকেরা।

এর আগে সকালে আন্দোলনরত শ্রমিকেরা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে না মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন। একারণে বাধ্য হয়েই তারা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন।

Comments

The Daily Star  | English

Council of Advisers approve six ordinances, including Labour and RPO

Also cleared proposals to simplify housing services and establish a new consulate general office in Detroit, US

27m ago