নাশকতা প্রস্তুতির আগাম তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার: আইজিপি

যশোরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: স্টার

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনী এলাকায় নাশকতা প্রস্তুতির কোনো আগাম তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তথ্যের গুরুত্ব বুঝে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

খুলনা রেঞ্জের আওতাধীন ১০ জেলার এসপিদের সঙ্গে নির্বাচনী নিরাপত্তা বিষয়ক সভা শেষে আজ মঙ্গলবার বিকেলে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে কোনো নাশকতা বরদাস্ত করা হবে না। নাশকতাকারীদের কঠোর হস্তে দমন করা হবে। ভোট বানচালে নাশকতা করতে পারে এমন সন্দেহ পুলিশের সব ইউনিটকে কঠোর হস্তে মোকাবিলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন শেষে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।'

তিনি আরও বলেন, 'অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক নিরাপত্তায় রয়েছে পুলিশ। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত। যশোরসহ দেশের সব অঞ্চলের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজরদারি জারি রেখেছে পুলিশ।'

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, 'গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করা হয়েছে। ৭ জানুয়ারি যাতে সব শ্রেণী-পেশার মানুষ অবাধে ও নির্ভয়ে ভোট দিতে পারে, তা নিশ্চিত করা হবে। নির্বাচনী নিরাপত্তায় ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ।'

খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ ১০ জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

9h ago