যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

ছবি: স্টার

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকার কারণে আজ সোমবার সন্ধ্যায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

জেএফসিএলের সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে সর্বনিম্ন প্রয়োজনীয় গ্যাসের চাপ ১৬ কেজি/বর্গ সেমি থেকে ৫.২ কিলোগ্রাম বর্গ সেন্টিমিটারে নেমে আসায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন বলেন, কারখানার ইউরিয়া প্ল্যান্টে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।

কারখানাটি প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এবং ২২ কেজি/বর্গ সেমি গ্যাসের চাপের স্ট্যান্ডার্ড লেভেল। কিন্তু ১৬ কেজি বর্গ সেমি হলেও কারখানা চালু রাখা যায়।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago